ডিসেম্বর ২২, ২০২৪

পাকিস্তানের নির্বাচনে জালিয়াতি এবং সাংবিধানিক দায়িত্বে অবহেলার অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজার অবিলম্বে পদত্যাগ দাবি করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। খবর এক্সপ্রেস ট্রিবিউনের

পিটিআই আরও বলেছে, কেবল সিইসি রাজার পদত্যাগ করা উচিত নয়, পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) সদস্যদেরও পদত্যাগ করা উচিত।

দলটির অভিযোগ, ভোট কারচুপির ব্যাপক খবরের প্রেক্ষিতে ৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে জনগণ তাদের যে ম্যান্ডেট দিয়েছিল তা থেকে পিটিআই সমর্থিত প্রার্থীদের বঞ্চিত করতে আঁতাত করেছে সিইসি।

পিটিআই আরো জানিয়েছে, কারচুপি না হলে দলটি জাতীয় পরিষদের ১৭০টি আসনে জয়ী হতো।

এর আগে দলের চেয়ারম্যান ব্যারিস্টার গহর খান বলেছেন, কারচুপির প্রতিবাদে আইনি প্রক্রিয়ায় এগোবে পিটিআই।

পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান অতীতেও বেশ কয়েকবার পিএমএল-এনের সঙ্গে হাত মেলানোর অভিযোগে রাজার পদত্যাগ দাবি করেছেন। এমনকি ২০২২ সালে পাঞ্জাবের উপনির্বাচনে ২০টি আসনের ১৫টি আসনে তার দলের নিরঙ্কুশ বিজয়ের পরও সিইসির প্রতি অনাস্থা দেখিয়েছিলেন ইমরান।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...