ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টি। ২০ ওভারের এই ম্যাচে বলে বলে চার-ছক্কা হচ্ছে। আইপিএলের চলতি আসরে প্রতিটি দলই মারকাটিং ক্রিকেট খেলছে। প্রতি ম্যাচেই স্কোর দুই শতাধিক হচ্ছে।
আইপিএলের এবারের আসরে রেকর্ড সর্বোচ্চ ২৮৭ রান করেছে সানরাইজার্স হায়দরাবাদ। শুধু তাই নয়, চলতি আসরে আড়াই শতাধিক রানের স্কোর হয়েছে বেশ কয়েকটি।
অথচ বিশ্বকাপের ঠিক কয়েক দিন আগে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ আয়ারল্যান্ডের বিপক্ষে হেরে যায় সাবেক টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন পাকিস্তান।
আয়ারল্যান্ড সফরে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে গতকাল ১৮২/৬ রান করে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান।
বিশ্বকাপের ঠিক আগে আয়ারল্যান্ডের বিপক্ষে হেরে রীতিমতো সমালোচনার মুখে পড়েছেন বাবর আজমরা। গতকাল ম্যাচ শেষে ক্রিকেটারদের নিয়ে দুই ঘণ্টার রুদ্ধদার মিটিং করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি।
পিসিবি চেয়ারম্যান বাবর আজমের নেতৃত্বাধীন দলটিকে টি-টোয়েন্টি ম্যাচে মারকাটিং ক্রিকেট খেলার পরামর্শ দেন।
তিনি বলেন, আধুনিক এবং নতুন শৈলীর টি-টোয়েন্টি ক্রিকেটের সাথে খেলার মাধ্যমেই জেতা সম্ভব হবে। মাঠে একটি তীব্র প্রতিযোগিতা দেখানো উচিত এবং খেলোয়াড়দের শেষ বল পর্যন্ত লড়াই করা উচিত।
পিসিবি চেয়ারম্যান আরও বলেন, একটি ঘরে বসে কৌশল প্রণয়ন করা যায় কিন্তু আসল পরীক্ষা মাঠে, যেখানে পারফরম্যান্স দেখা উচিত।