ডিসেম্বর ২৩, ২০২৪

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী অসুস্থ হয়ে শয্যাশায়ী। কদিন ধরেই তিনি অসুস্থ হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছেন। এ প্রসঙ্গে জানিয়ে তিনি ফেসবুকে একটি পোস্ট করেছেন।

পোস্টে ওমর সানী লিখেছেন: ‘অনেকেই আমার খোঁজ নিয়েছেন কিন্তু কারো সাথে কথা বলতে পারিনি। কারণ অসুস্থতায় জেঁকে বসেছে। সবাই দোয়া করবেন আল্লাহ সুবহানাতায়ালা যেন মাফ করেন। বাসায় আছি কারণ পরিবার হচ্ছে সবচেয়ে বড় ডাক্তার।’

ওমর সানী তার ক্যারিয়ারে ‘লাট সাহেবের মেয়ে’, ‘দোলা’, ‘কে অপরাধী’, ‘গরীবের রানী’, ‘হারানো প্রেম’সহ বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...