জানুয়ারি ২২, ২০২৫

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স বিভাগের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম পদত্যাগ করেছেন। তিনি গত প্রায় ১৫ বছর ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক সচিব হিসেবে কাজ করেন।

রোববার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার খুরশেদ আলম তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় তার পদত্যাগপত্র গ্রহণ করেছে।

জানা গেছে, খুরশেদ আলম ২০০৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ পান। ২০১৮ সালের ১১ জানুয়ারি মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান হিসেবে চুক্তিতে নিয়োগ পেয়েছিলেন তিনি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...