পঞ্চদশ সংশোধনীর মামলায় পক্ষভুক্ত হতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আবেদন গ্রহণ করলেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ মির্জা ফখরুলকে পক্ষভুক্ত করে আদেশ দেন।
এর আগে সোমবার (২৮ অক্টোবর) বিকেলে হাইকোর্টে সশরীরে এসে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের জন্য বিএনপির পক্ষে আবেদন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ। শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দিয়ে সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয়।
তবে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর গত ১৯ আগস্ট পঞ্চদশ সংশোধনী নিয়ে প্রশ্ন তোলেন হাইকোর্ট। আগামী ৩০ অক্টোবর এর চূড়ান্ত শুনানি হতে পারে।