সেপ্টেম্বর ১৭, ২০২৪

বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের নীতি নির্ধারণী দুর্বলতার কারণে ব্যাংকের আর্থিক অবস্থার অবনতি হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে আমানতকারীদের স্বার্থরক্ষার জন্য ব্যাংকটির পর্ষদ ভেঙে দিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

ন্যাশনাল ব্যাংকের বিদ্যমান পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদও গঠন করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বোর্ডের নতুন সদস্যরা হলেন: ন্যাশনাল ব্যাংকের শেয়ার হোল্ডার আবদুল আউয়াল মিন্টু, ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মোয়াজ্জেম হোসেন, ব্যাংকটির শেয়ারহোল্ডার জাকারিয়া তাহের, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. জুলকার নায়েন, সীমান্ত ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুখলেসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন এবং চার্টার্ড একাউন্টেন্ট মো. আব্দুস সাত্তার সরকার।

বোর্ডের সদস্যরা ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিজেদের পছন্দের কাউকে নিয়োগ দিতে পারবেন বলে জানা গেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *