ডিসেম্বর ২২, ২০২৪

পুঁজিবাজারের খাদ্য খাতের তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল টি (এনটিসি)-এর পর্ষদ সভায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বলে জানা যায়।

কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহমুদ হাসানের সাথে কথা বলে জানা যায়, ‘ব্যাংক বীমা অর্থনীতি’ নামক পত্রিকার সাংবাদিক মনিরুজ্জামান উক্ত হামলার ঘটনা ঘটিয়েছে। সোমবার বিকাল ৩.৩০ ঘটিকার সময় কোম্পানি তোপখানা রোডে প্রধান কার্যালয়ে পর্ষদ সভা চলাকালে হঠাৎ করে মনিরুজ্জামান পর্ষদ কক্ষে প্রবেশ করে পরিচালকদের লক্ষ্য করে আক্রমনাত্মক বক্তব্য শুরু করে। এ সময় কোম্পানির কর্মকর্তাগণ তাকে নিবৃত করার চেষ্টা করে।

সৈয়দ মাহমুদ হাসান বলেন, মনিরুজ্জামান অনেকদিন যাবৎ কোম্পানির পরিচালক ও কর্মকর্তাদের নামে মিথ্যা সংবাদ প্রচার করাসহ নানাভাবে হয়রানি করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সন্ত্রাসী কায়দায় কোম্পানির পরিচালকদের অপদস্ত করার অপচেষ্টা করছেন।

মনিরুজ্জামান টাকার বিনিময়ে কোম্পানি হতে বরখাস্ত হওয়া কিছু কর্মকর্তার এজেন্ডা বাস্তবায়ন করতে এ ধরনের ঘটনা ঘটিয়েছেন বলে জানা যায়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...