আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা–১ আসনের আনুষ্ঠানিকভাবে নৌকা প্রতীক পেলেন ক্রিকেটার সাকিব আল হাসান। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাকেসহ এই আসনের অন্যান্য প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এসময় সাকিব বলেন, ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার। ভোটাররা যাকে পছন্দ করবে, তারই এখানে নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে কেন্দ্রে বেশিসংখ্যক ভোটার উপস্থিত করাকেই মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি।
আগামী ৭ জানুয়ারি সবাইকে কেন্দ্রে এসে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। সাকিব বলেন, বিজয়ী হতে পারলে মাগুরার উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করবো।
সাকিব আরও বলেন, মাগুরা থেকে এতো কিছু পেয়েছি, আর পাওয়ার কিছু নেই। মাগুরার মানুষের জন্য যদি কিছু দিতে পারি, তাহলে খুব ভালো লাগবে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দিয়ে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।