সেপ্টেম্বর ২৯, ২০২৪

টি-টােয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি নেদারল্যান্ডস এবং দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে জয় পায় নেদারল্যান্ডস। অন্যদিকে প্রথম ম্যাচে শ্রীলংকাকে হারায় দক্ষিণ আফ্রিকা। তাই দুই দলেরই আজ জয়ের ধারাবাহিকতা ধরে রাখার লড়াই। শনিবার (৮ জুন) নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নেদারল্যান্ডসকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন প্রোটিয়া অধিনায়ক অ্যাইডেন মার্করাম।

বিশ্বকাপ ইতিহাসে নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার পরিসংখ্যান একেবারে সুখকর নয়। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে এই নেদারল্যান্ডসের কাছে হারে দক্ষিণ আফ্রিকা। শুধু তাই নয়, গত বছরের ওয়ানডে বিশ্বকাপেও নেদারল্যান্ডসের বিপক্ষে হার দেখে প্রোটিয়ারা।

সবমিলিয়ে আজকের ম্যাচে আবারও কি অঘটনের জন্ম দিতে পারবে নেদারল্যান্ডস? সে দিকেই ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে।

নেদারল্যান্ডস একাদশ: মাইকেল লেভিট, ম্যাক্স ওডাউড, বিক্রমজিৎ সিং, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক/উইকেটরক্ষক), বাস ডি লিড, তেজা নিদামানুর, লোগান ভ্যান বেক, টিম প্রিংল, পল ভ্যান মিকেরেন, ভিভিয়ান কিংমা

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রেজা হেন্ড্রিক্স, অ্যাইডেন (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, অ্যানরিখ নরখিয়া, ওটনিল বার্টম্যান

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *