জানুয়ারি ৫, ২০২৫

ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া নাচ, গান, অভিনয়-সব কিছুতেই পারদর্শী।

ঢালিউড সিনেমা পাশাপাশি কলকাতার সিনেমাতেও দেখা যায় তাকে। আর নিজের গান তো রয়েছে। সিনেমায় মূল চরিত্রে অভিনয়ের পাশাপাশি আইটেম গানেও তাকে দেখা যায়। সর্বশেষ কুরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ সিনেমার আইটেম গানে তার পারফর্মেন্স দর্শকদের মুগ্ধ করেছে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি কলকাতার একটি ওয়েব সিরিজের আইটেম গানে পারফর্ম করেছেন এ নায়িকা। গানটির শিরোনাম ‘মেনকা’।

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ নামের ওয়েব সিরিজে দেখা যাবে এ গান। সম্প্রতি গানটি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। প্রকাশের পর থেকেই আলোচনায় আছে গানটির বিশেষ দুটি শব্দ। একই সঙ্গে এ সিরিজেই প্রথমবারের মতো প্রযোজক হিসাবে আসছেন শুভশ্রী। শুধু তাই নয়, ওয়েবসিরিজে কোমর দোলানো, এটাও নুসরাত ফারিয়ার জন্য প্রথম। উল্লেখ্য, এক দশক আগে

রাজ চক্রবর্তীর সিনেমা ‘প্রলয়’র সিক্যুয়েল এই ওয়েব সিরিজ। এটি ১১ আগস্ট থেকে ভারতীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে প্রচার শুরু হবে।

এ সিরিজে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায়, দেবাশিস মণ্ডল, জুন মালিয়া, পরাণ বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, সোহিনী সেনগুপ্ত, সায়নী ঘোষ প্রমুখ। এদিকে নুসরাত ফারিয়া বর্তমানে ঢাকা ও কলকাতার একাধিক সিনেমায় অভিনয় করছে।

একসময় উপস্থাপনায় নিয়মিত হলেও ইদানীং তাকে আর এ মাধ্যমে দেখা যাচ্ছে না।

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...