![](https://thebiz24.com/wp-content/uploads/2023/12/rizvi-1.jpg)
![](https://thebiz24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
অব্যাহতি দেয়া ২৫০ জন এসআইকে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের নির্যাতন করার জন্য নিয়োগ করা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) রাজধানীর বাহাদুর শাহ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে গণসংযোগ কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, জাতীয়তাবাদী শক্তিকে পঙ্গু করার জন্যই খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। প্রতিহিংসার মামলা কেন এখনও জিইয়ে রাখা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রাখেন তিনি।
ডেঙ্গু প্রতিরোধে অন্তর্বর্তী সরকার কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ডেঙ্গু নিরাময়ের জন্য ওষুধ কেনার কথা বললেও আওয়ামী লীগ সরকার ওষুধের টাকা লুটপাট করেছে।
তিনি আরও বলেন, হাসিনার শাসনামলে বাংলাদেশের অস্তিত্ব ছিল না। দেশকে মুজিব দেশ বা শেখ দেশ বানানোর জন্য যা যা করার ছিল সবই করেছে আওয়ামী লীগ সরকার।
আওয়ামী লীগকে গণবিরোধী দল আখ্যায়িত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, আইন-আদালতের তোয়াক্কা না করে মানুষের সম্পদ লুট, টাকা পাচার, নির্যাতনের অধিকার প্রতিষ্ঠা করেছিল তারা।