জানুয়ারি ২, ২০২৫

সহিংসতা করে নির্বাচন থামানো যাবে না, জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যথাসময়েই নির্বাচন হবে।

আন্দোলনের নামে সহিংসতা করলে এর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, যেমন আচরণ, তার জন্য ওই রকমই শিক্ষা দিতে হবে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলজিয়ামের রাজধানীতে ব্রাসেলসে গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নেওয়ার অভিজ্ঞতা জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত জোট যে আসলে সন্ত্রাসী এবং বিএনপি যে একটা সন্ত্রাসী দল, এটা তারা আবার প্রমাণ করল। কানাডার কোর্ট কিন্তু এই বিষয়টা কয়েকবার বলেছে। এখানে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে কানাডায় আশ্রয় চেয়েছিল, তারা সেখানে কিন্তু আশ্রয় পায়নি, সন্ত্রাসী দল হিসেবে আখ্যা পেয়েছে।

‘এদের মধ্যে কোনো মনুষত্ববোধ নেই। এদের সাথে আমরা যতই ভালো ব্যবহার করি না কেন, এদের কখনোই স্বভাব বদলাবে না। সন্ত্রাস ও জঙ্গিবাদে এরা বিশ্বাস করে। কারণ, অবৈধভাবে অস্ত্র হাতে ক্ষমতা দখলকারীর হাতেই তাদের জন্ম। এটাই তারা ভালো বোঝে।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...