ডিসেম্বর ২২, ২০২৪

অন্তর্বর্তী সরকার যত বেশিদিন থাকবে, ততই সমস্যা বাড়বে বলে মন্তব্য করে দ্রুতই নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার (১৮ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এমনটা দাবি করেন তিনি।

জাতির উদ্দেশে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে আমি আশাহত হয়েছি। ধারণা করেছিলাম তিনি তার প্রজ্ঞা দিয়ে একটি নির্বাচনের রূপরেখা দেবেন। শেখ হাসিনা কোন কারণে পালিয়েছে, তিনি বুঝতে ভুল করেছেন। আমাদের কথা শোনেননি।

মির্জা ফখরুল বলেন, আমরা এখন পর্যন্ত আপনাকে সমর্থন দিয়ে যাচ্ছি। ফ্যাসিবাদের দোসররা সচিবালয়ে বসে আছে। তারা তো আপনাকে সংস্কার করতে দেবে না।

বিএনপি মহাসচিব বলেন, আবারও বলতে চাই এমন কাজ না করি যাতে দেশ অনিশ্চয়তার দিকে যায়। সেজন্যই আমরা বলছি দ্রুত নির্বাচন হওয়া দেশের জন্য মঙ্গল। এই সরকার যত বেশিদিন থাকবে ততই সমস্যা বাড়বে। কারণ এই সরকারের কোনো ম্যান্ডেট নেই।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...