জানুয়ারি ১৩, ২০২৫

এবারের নির্বাচন কমিশন (ইসি) খুবই শক্তিশালী বলে মন্তুব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সিলেট জেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ইসি এবারে কোনো ভাবেই নির্বাচনে কারচুপি হতে দেবে না। শেখ হাসিনাও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, ভুয়া ভোট না হয় সেজন্য আমরা বায়োমেট্রিক পদ্ধতি চালু করেছি। যারা ভোট বর্জন করে তারা গণতন্ত্রের লোক না। সরকার পরিবর্তন করতে হলে ভোটের মাধ্যমেই করতে হবে। অন্য উপায়ে সরকার পরিবর্তন সম্ভব নয়।

বিএনপি ও তাদের সমমনাদের সমালোচনা করে ড. মোমেন বলেন, ‘যারা ভোট বর্জন করে, তারা গণতন্ত্রের লোক না। সরকার পরিবর্তন করতে হলে ভোট প্রয়োজন। অন্য কোনো উপায়ে সরকার পরিবর্তন করার নিয়ম দুনিয়ার কোথাও নেই।’

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...