জানুয়ারি ২২, ২০২৫

দেশে নির্বাচন হতেই হবে- তবে সেটির তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীতে অনুষ্ঠিত শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও গাড়িচালকদের পুনঃপ্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এই কথা বলেন।

উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো ছাড়া যদি সংস্কার সম্ভব না হয়, গত ৫৩ বছরে কেন হলো না। রাজনৈতিক দলগুলোকে সেই জবাবটা দিতে হবে। তিনি আরও বলেন, রাজনীতিবিদরা দেশ সংস্কার করলে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় আসতে হতো না। এমনকি রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের দাবিও করতো না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেস্টা জানান, নির্বাচনের আগে জনগন অন্তর্বর্তী সরকারকে সংস্কারের দায়িত্ব দিয়েছে। পাশাপাশি ফ্যাসিবাদের বিচার বিষয়টিও রয়েছে সরকারের সামনে।

শব্দ দুষণ রোধে সচেতনতা তৈরি ও গাড়ি চালকদের প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করে গুলশান সোসাইটি। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা জানান, শব্দ দুষণ রোধে চলতি মাসেই বিধিমালা জারি করবে সরকার। দেড় থেকে দু’বছরের মধ্যেই শব্দ দুষণ নিয়ন্ত্রণে আনার পরিকল্পনার কথাও জানান তিনি।

এ সময় ভারতের সাথে সম্পর্ক প্রসঙ্গে জানতে চাইলে উপদেস্টা বলেন, অভ্যুত্থানের চেতনা অনুযায়ী সম্পর্ক চলমান থাকবে। পরিবেশ ও বায়ু দুষণ রোধে কার্যক্রম চলমান আছে বলেও জানান উপদেষ্টা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...