সেপ্টেম্বর ১৮, ২০২৪

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলার সময় আইসিসির নিয়ম ভেঙেছেন সাকিব আল হাসান। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে মোহাম্মদ রিজওয়ানের দিকে বল ছুঁড়ে মারায় সাকিবকে তার ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

সোমবার (২৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিসি।

এদিকে বাংলাদেশ দলকে স্লো ওভার রেটের কারণে শাস্তি দিয়েছে আইসিসি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩ পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। সেই সাথে শান্তদের গুনতে হবে জরিমানাও। একই অপরাধে শাস্তি পেয়েছে পাকিস্তান দলও।

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বল হাতে বেশ ভূমিকা ছিল সাকিব আল হাসানের। যদিও মাঠের বাইরের নানা ইস্যুতে বেশ আলোচনায় এই ক্রিকেটার। এবার সাকিব আল হাসানের বর্তমান প্রেক্ষাপট নিয়ে মুখ খুললেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

আজ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাজমুল আবেদীন ফাহিম বলেন, `যারা বিশ্বসেরা ক্রীড়াবিদ, তারা যখন মাঠে নামে তখন ওই নেতিবাচক বিষয়গুলো কিন্তু তাদের মাথায় থাকে না। তারা শুধু তাদের খেলার কথাই ভাবে। সাকিবের ক্ষেত্রেও ব্যাপারটা একই। আর এটাই সাকিবকে অন্যদের চেয়ে আলাদা করে। অনেক সময় সমালোচনার কারণে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারেন না ক্রিকেটাররা। সাকিবের ক্ষেত্রে কিন্তু তেমনটা হয় না।‘

ফাহিম আরও যোগ করেন, ‘সাকিবের সঙ্গে আমার মামলা নিয়ে কোনো কথা হয়নি। খেলা বা অন্যান্য বিষয়ে ওর সঙ্গে আমার কথা হয়েছে। আমি ওর মেন্টর হিসেবে কিভাবে উন্নতি করা যায় সেই বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি।’

ঐতিহাসিক টেস্ট জয়ের ক্ষেত্রে পুরো ম্যাচে সাকিবের ইনভলবমেন্টকে গুরুত্ব দিচ্ছেন ফাহিম, ‘সাকিব অন্য বোলারদের সঙ্গে আলাপ করছিল। মিরাজকে আইডিয়া দিচ্ছিল। টোটাল ইনভলবমেন্ট ছিল। সাকিব নিজেও উপভোগ করেছে বোলিং। বোলিং কিছুটা অসন্তুষ্টির জায়গা ছিল। আশা করি, সামনে সেটি অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, সাকিবের বিরুদ্ধে মামলা হওয়ার পর তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশও পাঠানো হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃপক্ষকে এ নোটিশ পাঠানো হয়েছে বলে শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম জানিয়েছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *