সেপ্টেম্বর ১৭, ২০২৪

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২০২৩-২৪ অর্থ বছরের রাজস্ব ও উন্নয়নসহ ৬৯৫ কোটি ৭ লাখ ৫৮ হাজার ৯১৯ টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। আজ সোমবার দুপুরে নগর ভবন অডিটোরিয়ামে নাসিক মেয়র এই বাজেট ঘোষণা করেন। বাজেট ঘোষণা শেষে নাগরিক ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মেয়র।

মেয়র আইভী বলেন, প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ৬৯৫ কোটি ৭ লাখ ৫৮ হাজার ৯১৯ টাকার আয় এবং ৬৭২ কোটি ১৪ লাখ ৩৩ হাজার ৯১৪ টাকার ব্যয় ধরা হয়েছে। উদ্বৃত্ত থাকবে ২২ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৫ টাকা।

মেয়র আরও বলেন, রাস্তা, ড্রেন, ব্রিজ, কালভার্ট নির্মাণ, বৃক্ষ রোপণ, দারিদ্র্য বিমোচন, দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি ত্রাণ, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, যানজট নিরসন, জলাবন্ধতা দূরীকরণ, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন, খেলাধুলার মানোন্নয়নে মাঠ নির্মাণ, সড়ক বাতি স্থাপনসহ সুপেয় পানি সরবরাহ খাতে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।

গত ২০২২-২৩ অর্থ বছরে ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকার বাজেট ঘোষণা করেছিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *