ডিসেম্বর ২৭, ২০২৪

ঢালিউড নায়িকা বিদ্যা সিনহা মিমের বৃহস্পতি তুঙ্গে। তার সিনেমাগুলো দর্শকপ্রিয়তা পাওয়ায় নায়িকা হিসেবে তার কদর বেড়ে গেছে।

ভক্তদের নতুন সুখবর দিয়েছেন মিম। আরও একটি সিনেমায় অভিনয় শুরু করেছেন তিনি। মঙ্গলবার থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।

তার অভিনীত নতুন এই সিনেমার নাম ‘দিগন্তে ফুলের আগুন’। সিনেমাটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক।

নতুন সিনেমা নিয়ে মিম বলেন, ‘সবসময় ভালো গল্প ও ভালো চরিত্রের সঙ্গে থাকতে চাই, যা দর্শকদের ভাবাবে এবং ভালোলাগা দেবে। সেই সঙ্গে একজন অভিনেত্রী হিসেবে আমাকেও তৃপ্তি দেবে।

‘দিগন্তে ফুলের আগুন’ অসাধারণ একটি গল্পের সিনেমা। আমার বিশ্বাস দর্শক ভালো কিছু পাবে।’

এই সিনেমায় পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছেন মিম। শহিদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবন নিয়ে এই সিনেমার গল্প।

প্রসঙ্গত, ‘দিগন্তে ফুলের আগুন’ ছাড়াও মিম অভিনীত ‘অন্তর্জাল’ সিনেমাটিও মুক্তি পাচ্ছে খুব শিগগিরই। এটি পরিচালনা করেছেন দীপংকর দীপন।

এদিকে মিম অভিনীত ‘মিশন হান্টডাউন’ ওয়েব সিরিজটি সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে প্রচারিত হয়েছে। সিরিজটিতে নীরা চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয় জয় করেছেন এক সময়ের নাটকের এই জনপ্রিয় মুখ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...