ডিসেম্বর ২২, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যবহারের পরিকল্পনায় পরিবর্তন আনছে। আইপিওর প্রসপেক্টাসে ঘোষিত ভবন নির্মাণের পরিবর্তে বরাদ্দ অর্থ কিছু ইউনিটের আধুনিকায়ন ও উৎপাদনক্ষমতা বাড়ানোর কাজে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

নাভানা ফার্মাসিউটিক্যালস আইপিওর মাধ্যমে ৭৫ কোটি টাকা সংগ্রহ করেছিল। এর মধ্যে ২৩ কোটি ২৪ লাখ টাকা নতুন জেনারেল প্রোডাকশন বিল্ডিং নির্মাণে ব্যয় করার কথা। কিন্তু কোম্পানির পরিচালনা পর্ষদ ওই ভবন নির্মাণ না করে কিছু ইউনিটের আধুনিকায়ন ও উৎপাদনক্ষমতা বাড়ানোর কাজে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে।

পর্ষদের সিদ্ধান্ত অনুসারে, ১৩ কোটি ১১ লাখ টাকা ব্যয় করা হবে এসভিপিও ফ্যাসিলিটিজের আধুনিকায়ন ও সম্প্রসারণে; জেনারেল লিকুইড ফ্যাসিলিটিজের আধুনিকায়ন ও সম্প্রসারণে ব্যয় করা হবে ৪ কোটি ৬৮ লাখ টাকা, এনিমেল হেলথ ফ্যাসিলিটিজের আধুনিকায়ন ও সম্প্রসারণে ব্যয় করা হবে ৫ কোটি ৪৪ লাখ টাকা।

এর বাইরে কোম্পানির নিজস্ব তহবিল থেকে ২ কোটি ৩৩ লাখ টাকা ব্যয় করা হবে পিডি ও কোয়ালিটি কন্ট্রোল ব্যবস্থার আধুনিকায়নে।

আইপিওর অর্থে ভবন নির্মাণ না করার যুক্তি হিসেবে বলা হয়েছে, কোম্পানির বিভিন্ন ওষুধের চাহিদা দ্রুত বাড়ছে। ভবন নির্মাণের পর ওষুধ উৎপাদনে যেতে বেশ সময় লাগবে। এই বাস্তবতায় নতুন ভবন নির্মাণ না করে বিদ্যমান ফ্যাসিলিটিজগুলো সম্প্রসারণ লাভজনক হবে।

আইপিওর অর্থ ব্যবহারের পরিকল্পনা পরিবর্তন সংক্রান্ত এ সিদ্ধান্ত বাস্তবায়নে শেয়ারহোল্ডারদের সম্মতি প্রয়োজন। তাই তাদের মতামত জানতে আগামী ৩১ জুলাই অনুষ্ঠেয় কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) বিষয়টি উপস্থাপন করা হবে।

শেয়ারহোল্ডারদের সম্মতি পেলেও আলোচিত সিদ্ধান্ত কার্যকরে বিএসইসির অনুমতি প্রয়োজন হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...