নভেম্বর ২৩, ২০২৪

জাতীয় গ্রিডে ত্রুটি কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছে পুরো নাইজেরিয়া। বৃহস্পতিবার পশ্চিম আফ্রিকার দেশটির বিদ্যুৎ বিতরণ কোম্পানি এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, নাইজেরিয়ার ৩৬টি রাজ্য এবং রাজধানী শহর আবুজা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। জাতীয় গ্রিডে কয়েকটি সমস্যা দেখা দিয়েচে। কখন বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু হবে তা স্পষ্ট নয়।

দক্ষিণ-পূর্ব নাইজেরিয়ায় বিদ্যুৎ সরবরাহকারী এনুগু ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি এক বিবৃতিতে বলেছে, ‘সম্পূর্ণ ব্যবস্থায়’ পতন ঘটেছে।

কোম্পানির মুখপাত্র এমেকা ইজেহ বলেছেন, ‘এই পরিস্থিতির কারণে … আমরা আমাদের গ্রাহকদের পরিষেবা দিতে অক্ষম।’

এই ধরনের বিদ্যুৎ বিপর্যয় নাইজেরিয়ায় এখন সাধারণ ঘটনা। জীর্ণ বিদ্যুৎ অবকাঠামোর কারণে দেশটিতে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট দেখা দিচ্ছে।

উত্তর নাইজেরিয়ার কিছু অংশে বিদ্যুৎ সরবরাহকারী কাদুনা ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, ‘জাতীয় গ্রিড ফিরে পাওয়ার সাথে সাথেই বিদ্যুৎ সরবরাহ পুনরায় সম্ভব হবে।’

তেলসমৃদ্ধ কিন্তু বিদ্যুৎ খাতে দুর্বল নাইজেরিয়া দৈনিক গড়ে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে। অথচ দেশটিতে প্রয়োজন ৩০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...