নভেম্বর ২৩, ২০২৪

পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক জোট ইকোওয়াসের পক্ষ থেকে সামরিক হস্তক্ষেপের হুমকি দেয়ার পর নাইজারের সামরিক অভ্যুত্থানের নেতা জেনারেল আব্দুর রহমান তিয়ানি তার দেশের আকাশসীমা বন্ধ করে দিয়েছেন।

গত ২৬ জুলাই জেনারেল তিয়ানির নেতৃত্বে নাইজারে সামরিক অভ্যুত্থান হয় এবং সেই থেকে এ পর্যন্ত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে সেনাবাহিনী আটকে রেখেছে। অভ্যুত্থানের দুই দিন পর জেনারেল তিয়ানি নিজেকে দেশের প্রেসিডেন্ট ঘোষণা করেন। তার আগ পর্যন্ত তিনি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রধান ছিলেন।

অভ্যুত্থানের পর ১৫ জাতির পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক জোট ইকোওয়াস নাইজারের সামরিক জান্তাকে এক সপ্তাহের সময় দিয়ে বলেছে, এর মধ্যে সাবেক প্রেসিডেন্ট বাজুমকে ক্ষমতায় পুনর্বহাল না করলে নাইজারের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়া হবে। গতকাল সেই সময়সীমা শেষ হয়েছে।

এরপর জান্তা সরকারের মুখপাত্র জাতীয় টেলিভিশনে ঘোষণা করেন, ইকোওয়াসের পক্ষ থেকে সামরিক হস্তক্ষেপের হুমকির মুখে নাইজারের আকাশসীমা বন্ধ ঘোষণা করা হলো এবং তা আজ থেকেই কার্যকর হবে। আমাদের দেশ রক্ষার জন্য সশস্ত্র বাহিনী এবং নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনী জনগণের সমর্থন নিয়ে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। কেউ যদি নাইজারের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করে তাহলে তাকে তাৎক্ষণিকভাবে শক্তিশালী উপায়ে জবাব দেয়া হবে। পার্সটুডে

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...