ডিসেম্বর ২৩, ২০২৪

চট্টগ্রাম-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী।

নবনির্বাচিত এমপিকে প্রানঢালা অভিনন্দন ও সাফল্য কামনা করেছেন মোনার্ক হোল্ডিংস লিমিটেডের অংশীদার ড: জাভেদ মতিন। তিনি আরো বলেন ,আজ ঐতিহাসিক এক দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সোঁনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে প্রত্যাবর্তন করেছিলেন। দীর্ঘ ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে একসাগর রক্তের বিনিময়ে বিজয় অর্জনের পর ১৯৭২ সালের এই দিনে পাকিস্তানে দীর্ঘ কারাবাস শেষে সদ্য স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের মাটিতে ফিরে আসেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীনতাসংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু।

স্বাধীনতা বিরুধীরা বঙ্গবন্ধুর স্বপ্ন কে বাতবায়ন হতে দেয়নি , স্বপ্নে ভরা তার হৃদয়ে বুলেটবিদ্ধ করে ঝরিয়েছে রক্ত। নবনির্বাচিত এমপি আবদুচ ছালাম সাহেবের নিকট প্রত্যাশা করি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ করতে হবে।

হাজারো নেতিবাচক ঘটনা দৃষ্টান্ত আর অযাচিত অর্জনের বেড়াজালে আবদ্ধ থেকেও আমাদের ভাষা আন্দোলন, স্বাধিকার সংগ্রাম, মুক্তিযুদ্ধ, গণতন্ত্রের লড়াই, সমৃদ্ধ সংস্কৃতি, কৃষ্টি তথা আমাদের মূল্যবোধকে নিয়ে গর্ব করতে পারি। বাংলাদেশের আছে নিজস্ব কিছু অর্জন; আছে একেবারেই কিছু স্বাতন্ত্র্য; আর আছে গর্ব করার মতো কিছু দীপ্তিমান মানুষ -যাঁরা কর্ম আর ব্যক্তিত্বের দীপ্তিময় বিশালতায় নিজকে নিয়ে গেছেন আকাশচুম্বী উচ্চতায়। তেমনি এক আলোকিত মানুষ আবদুচ ছালাম। আত্মপ্রত্যয়ী বিজনেস ম্যাগনেট ও রাজনৈতিক ব্যক্তিত্ব আবদুচ ছালাম একটি সাধারণ নাম নয়, বরং একটি সংগ্রাম ও একটি ইতিহাস। দেশের নেতৃস্থানীয় শিল্পগোষ্ঠী ওয়েল গ্রুপ-এর প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও প্রাণপুরুষ। তাঁর জীবন রাজনৈতিক অঙ্গীকার ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল উদাহরণ। ছাত্র জীবনেই রাজনীতিতে জড়িয়ে পড়েন। ষাটের দশকে যখন পাকিস্তানি রাষ্ট্র কাঠামোয় বাঙালি জাতির সার্বিক বিকাশ রুদ্ধ হওয়ার উপক্রম হয়েছিল এবং বাঙালি জাতিসত্তার আত্মপ্রকাশ ও প্রতিষ্ঠার জন্য মুক্তির সংগ্রাম দানা বেঁধে উঠছিল তখন মেধা, দূরদর্শিতা, গতিশীলতা, পরিচ্ছন্নতা, একাগ্রতা, সততা, ত্যাগ ও নিষ্ঠার সমাহারে গড়া এই নেতৃত্ব স্বতন্ত্র মর্যাদায় চিহ্নিত হয়ে সুশীল সমাজের আস্থাভাজন হয়েছেন তিনি।

 

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...