ডিসেম্বর ২৮, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেড (বিএটি বাংলাদেশ) নতুন বিনিয়োগে যাচ্ছে। কোম্পানিটি ১৫০ কোটি টাকায় নতুন ওয়্যারহাউস নির্মাণ করবে। সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূৃত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি গাজীপুরে অবস্থিত কারখানা প্রাঙ্গনে নতুন এই ওয়্যারহাউজ নির্মাণ করবে। এর জন্য ব্যয় প্রাক্বলন করা হয়েছে ১৫০ কোটি ৮০ লাখ টাকা। নিজস্ব তহবিল ও ব্যাংক ঋণের মাধ্যমে আলোচিত বিনিয়োগের অর্থ জোগান দেওয়া হবে। তবে এর মধ্যে কত অংশ নিজস্ব তহবিল ও কতটা ব্যাংক ঋণের মাধ্যমে সংস্থান করা হবে, তা জানা সম্ভব হয়নি।

তবে তা কোম্পানির ক্যাশফ্লোর আলোকে বিষয়টি চূড়ান্ত করা হবে। আলোচিত বিনিয়োগের ফলে কোম্পানির উৎপাদনক্ষমতা ও উৎপানশীলতা বর্তমানের চেয়ে আরও অনেক বাড়বে বলে জানা গেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...