ডিসেম্বর ২৪, ২০২৪

হইচইতে ‘সাড়ে ষোলো’ মুক্তি পাবে ১৭ আগস্ট। ট্রেলার মুক্তির পর থেকেই দুই সিরিজে ভিন্ন দুটি চরিত্রে প্রশংসা পাচ্ছেন মম।
চরিত্রের পেছনের গল্প ও সাম্প্রতিক সময়ের নানা প্রসঙ্গে চিত্র নায়িকা জাকিয়া বারী মম বলেছেন  সম্প্রতি আমাদের ‘সাড়ে ষোলো’র ট্রেলার মুক্তি পেয়েছে। ‘অগোচরা’ নিয়েও ভক্তরা কথা বলছেন। সেখানে আমার চরিত্র নিয়ে দর্শকের আগ্রহ আছে, বুঝতে পারছি। তাঁদের প্রতি কৃতজ্ঞতা। ভক্তদের এই প্রশংসা শুনলে দায়বদ্ধতা বেড়ে যায়। আশা করছি, কাজগুলো দেখার পর দর্শকদের আরও ভালো লাগবে। কারণ, দুটো কাজেই অনেক টুইস্ট আছে।

আগে সাংবাদিক চরিত্রে অভিনয় করেছি কি না, মনে পড়ছে না। করলেও হয়তো একই চরিত্রে অবশ্যই নয়। কারণ, কোনো চরিত্রে দ্বিতীয়বার তৈরি হয় না। এটা ঠিক সন্ধ্যার মতো, কোনো সন্ধ্যা দ্বিতীয়বার হয় না। শহরে অনেক সাংবাদিক, কিন্তু সবাই এক নয়। অন্য রকম একটা গল্প দর্শক দেখবেন। এখানের রিনির জার্নিটির গল্পটা বিশেষ কিছু।
এখানে অভিনয় করেছেন অভিনেতা আফরান নিশো, দিনার (ইন্তেখাব), বাবু (ফজলুর রহমান), সহ আর অনেকে ছিলেন।  পরিচালনা করেছেন ইয়াছির আল হক।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...