ডিসেম্বর ২২, ২০২৪

বিতর্কিত আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ এর একটি ফরেনসিক অডিট করবে বাংলাদেশ ব্যাংক। রোববার (১০ নভেম্বর) অনুষ্ঠিত কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশের আর্থিকখাতের নিয়ন্ত্রকটির মুখপাত্র হুসনে আরা শিখা এ তথ্য জানিয়েছেন।

ইনভেস্টোপিডিয়ার সংজ্ঞানুসারে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক রেকর্ডের নিরীক্ষা বা যাচাইকে বলা হয় ফরেনসিক অডিট।

ফরেনসিক অডিটের সময়, একজন অডিটর এমন প্রমাণ খোঁজেন যা আদালতে ব্যবহার করা যেতে পারে। জালিয়াতি বা অর্থ আত্মসাতের মতো অপরাধমূলক কর্মকাণ্ড উন্মোচন করতে ফরেনসিক অডিট ব্যবহার করা হয়।

ফরেনসিক অডিটে কোম্পানির আইটি সিস্টেম, সফটওয়্যার ইত্যাদি থেকে মুছে ফেলা তথ্যও উদ্ধার করা হয়ে থাকে।

গণঅভ্যুত্থানে বিতারিত আওয়ামীলীগ সরকারের সময়ে অবৈধভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ডাকবিভাগের নাম ভাঙ্গিয়ে মোবাইল আর্থিক সেবা চালু করে নগদ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...