ডিসেম্বর ২২, ২০২৪

রাজধানীর ধানমন্ডিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাসের ওপর উল্টে পড়েছে মালবাহী ট্রাক।

বুধবার (২৬ জুন) ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে ধানমন্ডি মেট্রো শপিং মলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে গাড়ি দুইটিকে রেকার লাগিয়ে সরিয়ে নেয় ট্রাফিক পুলিশ।

এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পায়নি পুলিশ। এছাড়া, কাউকে আটক বা গ্রেপ্তারের তথ্যও জানা যায়নি। ট্রাক ও মাইক্রোবাসটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে রমনা ট্রাফিক বিভাগের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার নব কুমার বিশ্বাস বলেন, স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে জানা গেছে, ভোর সাড়ে পাঁচটার দিকে ওই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের ওপরে উঠে পড়ে। ট্রাকটি ওভারলোড ছিল।

তিনি বলেন, বিষয়টি জানার পর ট্রাফিক রমনার রেকার গাড়ি পাঠানো হয়। গাড়ি দুইটিকে সরিয়ে নিয়ে ধানমন্ডি থানায় পাঠানো হয়েছে। দুই গাড়ির মালিকপক্ষকে থানায় যেতে বলা হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...