ডিসেম্বর ২৩, ২০২৪

শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করছিলেন জেমস ভিন্স। কারানের পর বাটলারের সঙ্গেও জমে যাচ্ছিলো তার জুটি। তবে সেটা করতে দিলেন না সাকিব আল হাসান। এই স্পিনারের আর্ম ডেলিভারীতে ডিফেন্স করতে গিয়ে উইকেটকিপারের হাতে ধরা পড়েন ভিন্স। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৪৪ বলে ৩৮ রান।

পরের ওভারেই বোলিংয়ে এসে মঈনকে ফিরিয়েছেন এবাদত হোসেন। লেগ স্টাম্পের ওপর দুর্দান্ত এক ইয়র্কারে এই অলরাউন্ডারকে সরাসরি বোল্ড করেছেন এবাদত। ২ রানের বেশি করতে পারেননি মঈন।

এই মুহূর্তে ইংলিশদের সংগ্রহ ২৮ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৩০ রান। বাটলার ১২ রান এবং ওকস ২ রান নিয়ে উইকেটে আছেন।

এর আগে প্রথমে ব্যাট করে নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের অর্ধশতকে ভর করে বাংলাদেশ দল সংগ্রহ করে ২৪৬ রান। ৪৯তম ওভারে অলআউট হয় বাংলাদেশ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...