ডিসেম্বর ২২, ২০২৪

বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর আবু সাঈদ ৩ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্র পক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শনিবার রাতে আরিফ হাসানকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করে বিমানবন্দর থানা পুলিশ। পরে তাকে ডিবি পুলিশের মিন্টু রোডের কার্যালয়ে নেওয়ার পর আজ ৩ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, বিমানবন্দর থানার মামলায় আরিফকে গ্রেপ্তার করা হয়েছে।

১৯ জুলাই হত্যাচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলায় শনিবার রাতে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হত্যাচেষ্টার মামলাটি করেন স্কলাসটিকা স্কুলের আহত ছাত্রের বাবা সুমন। এ মামলায় এজাহারভুক্ত আসামি ১৫ জন। এছাড়া অজ্ঞাতনামা আসামি ২০-২৫ জন বলে পুলিশ জানায়।

এ বিষয়ে বিমানবন্দর থানার পরিদর্শক তদন্ত মো মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে সমকালকে বলেন, রোববার রাতে সৌদি আরবে যাওয়ার জন্য আরিফ হাসান বিমানবন্দরে আসেন। এ সময় ইমিগ্রেশন পুলিশ আটক করে তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করেন।
এ ঘটনায় মামলা তদন্ত অব্যাহত আছে।

আরিফ হাসান বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সাধারণ সম্পাদক।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...