সেপ্টেম্বর ১৭, ২০২৪

পাকিস্তান ছেড়ে সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান কোথাও যাবেন না। এমনকি কারাগার থেকে মুক্তি পেতে কোনো ধরনের সমঝোতা না করার বিষয়ে জানিয়েছেন তিনি। কারাগারে তাঁর সঙ্গে দেখা করার পর এ দাবি করেন আইনজীবীরা। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানায় আন্তর্জাতিক গনমাধ্যম ডন।

শনিবার কারাগারে ইমরানের সঙ্গে দেখা করেন আইনজীবীরা। পরে কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাডভোকেট শোয়েব শাহীন বলেন, ইমরান যে কোনো চুক্তি বা সমঝোতার সম্ভাবনা বাতিল করেছেন এবং বিদেশে স্থায়ী হওয়ার ধারণাটিকে তাঁর জনপ্রিয়তা নষ্ট করার জন্য ভিত্তিহীন প্রচার বলেও অভিহিত করেছেন।

আইনজীবীর জানান ইমরান খান বলেছেন, বিদেশে তাঁর কোনো সম্পদ বা ব্যাংক অ্যাকাউন্ট নেই। এ ছাড়া পিটিআই চেয়ারম্যান পাকিস্তানে আগাম, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন দাবি করেছেন এবং এই নির্বাচনকে ‘দেশের সব রাজনৈতিক, অর্থনৈতিক ও আর্থিক সংকটের মহৌষধ’ বলেও অভিহিত করেছেন। জাতির উদ্দেশে দেওয়া বার্তায় ইমরান জনসাধারণকে তাদের অধিকারের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান।

 

 

 

 

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *