জানুয়ারি ২৪, ২০২৫

দেশে মোট ভোটারের সংখ্যা বেড়ে ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে পুরুষ ৬ কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭ জন, নারী ৫ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ জন এবং হিজড়া ৯২৪ জন। আজ রোববার (২১ জানুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

অশোক কুমার দেবনাথ বলেন, ‘এটা খসড়া ভোটার তালিকা। আগামী ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশন সচিবালয় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ বলছে, ২০২৩ সালের দুই মার্চ পর্যন্ত ভোটার ছিল মোট ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪, নারী ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ ও হিজড়া ৮৩৭ জন। ২০২৩ সালের দুই মার্চের পর একই বছরের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্ভুক্ত হয়ে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়ায় ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। যার মধ্যে পুরুষ ৬ কোটি ৭ লাখ ৬৯ হাজার ৭৪১, নারী ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ ও হিজড়া ৮৪৯ জন।’

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ জানায়, ২০২৩-এ হালনাগাদে অন্তর্ভুক্ত খসড়া তালিকায় ভোটার সংখ্যা ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন। এর মধ্যে পুরুষ ১৩ লাখ ২০ হাজার ৩৯৬, নারী, ৭ লাখ ৬৫ হাজার ৬৯০ ও হিজড়া ৭৫ জন।

অনুবিভাগ আরও জানায়, ২০২৪ সালের ২১ জানুয়ারি পর্যন্ত মোট ভোটার ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭ জন, নারী ভোটার ৫ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ জন এবং হিজড়া ভোটার ৯২৪ জন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...