সেপ্টেম্বর ২১, ২০২৪

দেশে ফিরেছেন সাকিব আল হাসান। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় শেষে সোমবার সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় অবতরণ করেন সাকিব। প্রায় দেড় মাস পর দেশে ফিরলেন তিনি। ওয়ানডে দলের নেতৃত্ব বুঝে পাবার পর এখনো দলের সাথে যোগ দেয়া হয়নি তার। সবকিছু ঠিক থাকলে আজই দলের সাথে যোগ দেবেন সাকিব।

জানা গেছে, আগামীকাল বুধবার (২৩ আগস্ট) দলীয় অনুশীলনে প্রথমবারের মতো দেখা যেতে পারে সাকিবকে। যদিও কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ ও লঙ্কা প্রিমিয়ার লিগে বল হাতে ভালো কাটলেও ব্যাট হাতে প্রত্যাশা মতো পারফরম্যান্স করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। এলপিএলে ১০ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। এছাড়া তার ব্যাট থেকে আসে ১৩৮ রান।

এদিকে, আগামী ২৫ আগস্ট পর্যন্ত চলবে বাংলাদেশের এশিয়া কাপের ক্যাম্প। এরপরই ২৬ আগস্ট ক্রিকেটাররা দেশ ছাড়বে। আর ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মাঠের লড়াই। ঘোষণা

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *