ঈদের ছুটির পরে রোববার (২ জুলাই) বিকেল ৫টা পর্যন্ত ৫৫ টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে। রাতে আরও কাঁচা মরিচ ঢুকবে বাংলাদেশে।
কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এখন পর্যন্ত ৩৬ হাজার ৮৩০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। দেশে এসেছে মোট ৯৩ টন। ৯ লাখ ১৮ হাজার ৫০০ টন পেঁয়াজ আমদানির বিপরীতে দেশে এসেছে ১ লাখ ৩৮ হাজার ৫০০ টন।