জানুয়ারি ২৩, ২০২৫

মাঘের শেষে হঠাৎ করেই শীতের দাপট শুরু হয়েছে চুয়াডাঙ্গায়। গত এক সপ্তাহ ধরে এ জেলায় ১৩-১৭ ডিগ্রির মধ্যে ওঠানামা করছিল তাপমাত্রার পারদ। কিন্তু হঠাৎ করেই বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) তাপমাত্রা নামতে শুরু করে। বৃহস্পতিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ শুক্রবার আরও কমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বর্তমানে চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

সকাল থেকে সূর্যের দেখা মিললেও সারাদিন উত্তর দিক থেকে বয়ে আসা হিম বাতাসে শীতের তীব্রতা বেড়েছে কয়েকগুণ।

আর এ শীতে বেশি বিপাকে রয়েছেন শ্রমজীবী মানুষ। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, আকাশ পরিষ্কার থাকায় এবং উত্তরের হিম বাতাসের কারণে শীতের তীব্রতা বেড়েছে। রাতের তাপমাত্রা কম ও দিনে গরম অনুভূত হচ্ছে। আগামী ১৩ তারিখ পর্যন্ত তাপমাত্রার পারদ এ রকম থাকবে। এরপর তাপমাত্রা বাড়তে থাকবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...