ডিসেম্বর ৩, ২০২৪

আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বাংলাদেশের বাজারে প্রবেশ করলো আইকনিক মোটরসাইকেল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের। মোটরসাইকেলগুলো দাম রাখা হয়েছে ৩ লাখ ৪০ হাজার টাকা থেকে ৪ লাখ ৩৫ হাজার টাকার মধ্যে।

আজ সোমবার (২১ অক্টোবর) বাংলাদেশে রয়্যাল এনফিল্ড নির্মাতা ও একমাত্র পরিবেশক ইফাদ মোটরস চারটি ৩৫০ সিসির রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল উন্মোচন করেছে।

মডেল চারটি হলো- হান্টার, ক্লাসিক, বুলেট ও মিটিওর। এর মধ্যে হান্টার ৩৫০-এর মূল্য শুরু হয়েছে ৩ লাখ ৪০ হাজার টাকা থেকে। তবে রঙের ভিন্নতার ওপর ভিত্তি করে দাম বাড়তে পারে। আর ক্লাসিক ৩৫০-এর দাম শুরু হয়েছে ৪ লাখ ০৫ হাজার টাকা থেকে, আর বুলেট ৩৫০-এর মূল্য শুরু হয়েছে ৪ লাখ ১০ হাজার টাকা থেকে।

হাইওয়ে রাইডারদের প্রিয় মিটিওর ৩৫০-এর দাম শুরু হয়েছে ৪ লাখ ৩৫ হাজার টাকা থেকে। মঙ্গলবার সকাল থেকে শুরু হবে মোটরসাইকেলগুলোর প্রি-বুকিং।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...