সেপ্টেম্বর ২২, ২০২৪

সপ্তাহ না ঘুরতেই দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম তিন হাজার ১৪৯ টাকা বেড়েছে। এতে ভালো মানের স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ ৩৩ হাজার ৫১ টাকা। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

এর আগে ১৪ আগস্ট ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় এক লাখ ২৯ হাজার ৯০২ টাকা। দেশের বাজারে এতোদিন এটিই স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল। তবে সেই রেকর্ড এক সপ্তাহের বেশি টেকেনি।

শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বৃদ্ধির এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠনটি জানায়, রোববার থেকে নতুন এই দাম কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ২৬ হাজার ৯৯৮ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ আট হাজার ৮৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৮৯ হাজার ২১৮ টাকায় বিক্রি করা হবে।

তবে অপরিবর্তিত আছে রূপার দাম। ২২ ক্যারেটে প্রতি ভরি রূপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম দুই হাজার ছয় টাকা, ১৮ ক্যারেটের দাম এক হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার ২৮৩ টাকা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *