সেপ্টেম্বর ৮, ২০২৪

চলচ্চিত্র শিল্পী সমিতির পদ হারানোর পর হয়তো দারুণ সময় কাটাচ্ছেন জায়েদ খান। রীতিমত চষে বেড়াচ্ছেন দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। মাঝে মধ্যে তাকে দেখা যাচ্ছে বিদেশের মাটিতেও। গত একবছরে জায়েদ মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াতে শো করেছেন।

জায়েদ খান বলেন, আমার অনেক দিনের ক্যারিয়ার। এর নেপথ্যে অনেক শ্রম ও সততা রয়েছে। সবারই সুসময় থাকে। সবার ভালোবাসায় আমি হয়তো সেই সময়টা এখন পেয়েছি। অনলাইনের এই যুগে প্রচারণার কারণে দেশের বাইরে প্রচুর মানুষ আমাকে চিনেছেন। এটা বুঝতে পারি দেশের বাইরে গেলে। এতো এতো ভালোবাসা যে বলে বোঝাতে পারবো না। এ কারণে বিদেশে শো-তে কল আসে।

জায়েদ খানের ভাষ্য, সমিতি নিয়ে আমার সঙ্গে যে অন্যায় করা হয়েছিল এ কারণে হয়তো আমার প্রতি মানুষের সিমপ্যাথি রয়েছে। তাছাড়া আমার সরলতা, ডিগবাজি, মানবিক দিকগুলো হয়তো মানুষের কাছে ভালো লেগেছে। একেকজন একেকভাবে আমাকে ভালোবাসা জানায়।

জায়েদ খান অভিনীত ‘সোনার চর’ ছবিটি মুক্তি পেয়েছিল গেল ঈদে। তিনি জানান, মুক্তির পর তিনি দর্শকের কাছ থেকে নিজের অভিনয়ের প্রশংসা পান।

জায়েদ বলেন, লায়ন সিনেমাস এবং ব্লকবাস্টারে ‘সোনার চর’র শো হাউজফুল গেছে। কেউ আমার অভিনয় নিয়ে মন্দ বলেনি। পুরো ছবির কথা বলবো না, তবে দর্শকরা একবাক্যে বলেছে, জায়েদ ভালো অভিনয়ের চেষ্টা করেছে। এতে আমি অনেক অনুপ্রাণিত হয়েছি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *