জানুয়ারি ১১, ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দেশবন্ধু পলিমারের পরিচালনা পর্ষদ বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। কোম্পানিটির ইজিএম আগামী ৩০ জানুযারি দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি দেশবন্ধু সুগার মিলস, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ এবং দেশবন্ধু প্যাকেজিং লিমিটেডের সাথে একীভূত হবে। একারণে কোম্পানিটি শেয়ারহোল্ডার এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি নিবে।

এদিকে কোম্পানিটি অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ৩০০ কোটি টাকা থেকে ১ হাজার ১০০ কোটি টাকা পরযন্ত মূলধন বাড়াবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...