ডিসেম্বর ২৭, ২০২৪

হিন্দু ধর্মাবলম্বীর ধর্মীয় উৎসব কালীপূজায় দুদিন বন্ধ থাকছে দেশের চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধাআজ রোববার (১২ নভেম্বর) সকালে বন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বিষয়টি নিশ্চিত করে বলেন, ইমিগ্রেশনের মাধ্যমে যাত্রীপারাপার স্বাভাবিক থাকবে।

তিনি জানান, সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব কালীপূজা শ্যামাপূজা আজ । অপরদিকে সোমবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ছট পূজা। তাই উভয় দেশের ব্যবসায়ী-শ্রমিক ও বন্দর সংশ্লিষ্টদের সম্মতিতে রবিবার ও সোমবার বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম দুই দিন বন্ধ রাখা হয়েছে। তবে আগামী মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল থেকে আবারও কার্যক্রম স্বাভাবিক হবে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বন্দরে দুইদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে তবে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে চারদেশের পাসপোর্ট ভিসাধারী যাত্রী পারাপার অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকবে।

বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, আগামী মঙ্গলবার থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম আবার শুরু হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...