ডিসেম্বর ২৭, ২০২৪

দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান ড. ইকবাল মাহমুদসহ তিনজনের বিরুদ্ধে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন করার অভিযোগ অনুসন্ধান করে মামলার দাবি জানিয়ে আবেদন করেছেন এক আইনজীবী।

আজ সোমবার (১৪ অক্টোবর) দুদক চেয়ারম্যান বরাবরে এ আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সুলতান মাহমুদ।

আবেদনে বলা হয়, ড.ইকবাল মাহমুদ ক্ষমতার অপব্যবহার করে বিপুল জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন করেন। তার আপন দুই ভাই বকুল মাহমুদ ও মকুল মাহমুদ মেসার্স মাহমুদ অ্যান্ড কোম্পানির নামে ড.ইকবাল মাহমুদ ক্ষমতার অপব্যবহার করে বিপুল জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন করেন। যা দেশে ও বিদেশে বিদ্যমান আছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...