ডিসেম্বর ২৪, ২০২৪

আব্রাম ও শেহজাদ দুই সন্তানের জন্যই সবসময় ভালোবাসা আছে বলে জানিয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ১০টা ১ মিনিটে বিমানবন্দরে ভিআইপি এক্সিট গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন শাকিব।

এক মাসেরও বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকার পর আজ দেশে ফিরেছেন এই সুপারস্টার।

গত মাসে বড় সন্তান আব্রামকে নিয়ে যুক্তরাষ্ট্রে সময় কাটিয়েছেন শাকিব খান। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আব্রাম ও শেহজাদ, দুই সন্তানের জন্য আমার সবসময় ভালোবাসা আছে। আব্রামকে সুন্দর মেমোরি দেওয়ার চেষ্টা করেছি। আগামীতে শেহজাদও যাবে। তার প্রতিও আমার সমান ভালোবাসা থাকবে।’

সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা ‘প্রিয়তমা’ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যেখানে ‘প্রিয়তমা’ চলছে, সবখানে ভালো যাচ্ছে। এটা বাংলা সিনেমার নতুন পথ উন্মোচন করলো।’

গত ৪ জুলাই রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন শাকিব খান। সেখানে দর্শকদের সঙ্গে হলে বসে ‘প্রিয়তমা’ উপভোগ করেন। একই সঙ্গে দর্শকদের ভালোবাসা ও উচ্ছ্বাস কাছ থেকে দেখে নিজেও আবেগাপ্লুত হন তিনি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...