ডিসেম্বর ২৩, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের দুই কোম্পানির বোর্ড সভা আজ বৃহস্পতিবার ৪ জানুয়ারি বিকালে অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো- অ্যাসোসিয়েটেড অক্সিজেন এবং এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অ্যাসোসিয়েটেড অক্সিজেন: কোম্পানিটির বোর্ড সভা আজ বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যাালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন: কোম্পানিটির বোর্ড সভা আজ বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...