জানুয়ারি ২৪, ২০২৫

একটা সময় দীপিকা পাড়ুকোনের সঙ্গে নাম জড়িয়েছিল সিদ্ধার্থ মালিয়ার। বর্তমান বলিউডের সবচেয়ে দামি অভিনেত্রী নাকি তাকে মন দিয়ে বসেছিলেন। ঋণখেলাপি মামলায় পলাতক বিজয় মালিয়াপুত্র তার রঙিন জীবনের জন্য সবসময়ই থেকেছেন চর্চায়। উৎসবের মৌসুমেই নতুন ইনিংস শুরু করলেন সিদ্ধার্থ মালিয়া।

গার্লফ্রেন্ড জেসমিনের সঙ্গে আংটি বদল সারলেন সিদ্ধার্থ। ৩১ অক্টোবর ছিল হ্যালোইন। আর হ্যালোইনের পার্টিতেই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিলেন সিদ্ধার্থ। ফিল্মি কায়দায় হাঁটু গেঁড়ে বসে জেসমিনকে ‘উইল ইউ ম্যারি মি?’ প্রশ্ন করেন বিজয়পুত্র। সম্মতি মিলতেই সুবিশাল হীরার আংটি পরিয়ে দেন। সেই ছবি বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এদিন ইনস্টাগ্রামে এনগেজমেন্টের সেই ছবি শেয়ার করেছেন সিদ্ধার্থ। ক্যালিফোর্নিয়ার লসঅ্যাঞ্জেলেসে জেসমিনকে বিয়ের প্রস্তাব দেন সিদ্ধার্থ।

বাগদানের ছবি পোস্ট করে সিদ্ধার্থ লেখেন— ‘আমার মনে হয় আমরা আজীবন এভাবেই জুড়ে থাকব। অনেক ভালোবাসি তোমাকে জেসমিন…’।

সিদ্ধার্থের পোস্টে অভিনন্দন বার্তা জানান হৃতিকের সাবেক স্ত্রী সুজান খান, সালমানের বোন অর্পিতা খান শর্মা।

সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রেম নিয়ে অকপট বিজয়। বাবার অগাধ সম্পত্তির মালিক সিদ্ধার্থ। মালিয়া তার ছেলে সিদ্ধার্থ ও কন্যা লীনা এবং তানিয়াকে প্রায় ৪ কোটি ডলার দিয়েছিলেন। এর বাইরে নিজেকে লেখক এবং অভিনেতা হিসেবে পরিচয় দেন সিদ্ধার্থ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...