ডিসেম্বর ২৭, ২০২৪

নির্ধারিত সময়ের ৫ দিন পূর্বে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। একই সঙ্গে পরিষদের ১ নম্বর প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটুর কাছে দায়িত্ব হস্তান্তর করেন তিনি।

আজ বৃহস্পতিবার নগর ভবনে উপস্থিত হয়ে অব্যাহতিপত্রে স্বাক্ষর করেন সাদিক আব্দুল্লাহ। অব্যাহতিপত্র প্রদান করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বরাবর।

এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে সচিব ও প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত না থাকায় দায়িত্বরতরা অব্যাহতিপত্র ই-মেইলযোগে সচিবালয় প্রেরণ করেন।

দায়িত্ব হস্তান্তরের পর নগর ভবনের সামনে সংক্ষিপ্ত বক্ততায় সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহ নগরবাসী কাছে ক্ষমা চান। নতুন মেয়রের দায়িত্ব নেয়ার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যায় যাতে না পড়তে হয় এ জন্য ৫ দিন পূর্বে সরে দাড়ালেন বলে জানান সাবেক মেয়র সাদিক।

একই সাথে নতুন মেয়রকে সাহায্য সহযোগিতা করার জন্য নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীদর প্রতি আহ্বান জানান তিনি।

এরপর সিটি কর্পোরেশনের কর্মচারীরা ফুল ছিটিয়ে এবং নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাকে বিদায় জানান।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...