জানুয়ারি ১১, ২০২৫

সরকার ডিম ও মুরগির দাম নির্ধারণ করে দেওয়ার দুই সপ্তাহ পরও স্বস্তি ফেরেনি বাজারে। এখনও চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্য দুটি। বরং,সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ১০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। সবজির দাম গত সপ্তাহের মতো থাকলেও এখনো দাম চড়া। কাঁচামরিচের ঝাল আরও বেড়েছে। এক লাফে অন্তত ৬০ টাকা বেড়ে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি কাঁচামরিচ।

আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর একাধিক বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। এসব বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। অথচ গত সপ্তাহেও ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৯০ টাকা কেজি দরে।

বাজারে ৭৫০ টাকা গুনতে হচ্ছে প্রতিকেজি গরুর মাংসের জন্য। মুরগির ডিমের ডজন ১৭০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। তবে সবজির দাম স্থিতিশীল আছে।

রাজধানীর কারওয়ান বাজারের সবজি বিক্রেতা মো. ইরফান জানান, সব ধরনের সবজির দাম স্থিতিশীল রয়েছে। তবে, ৮০ থেকে ১০০ টাকা থেকে নেমে লাউ বিক্রি হচ্ছে ৬০ টাকা পিস। এ ছাড়া অন্যান্য সবজি আগের দামেই বিক্রি হচ্ছে।

বাজারে দেখা গেছে, শশার কেজি ৮০ টাকা, লতি ৭০ থেকে ৮০ টাকা কেজি, ঢেঁড়স ৬০ টাকা কেজি, পটল ৬০ টাকা, মুলা ৫০ টাকা, করল্লা ৮০ টাকা, উস্তা ৭০ থেকে ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, কাকরোল ও বেগুন ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। সবচেয়ে কম দামে মিলছে পেঁপে। প্রতি কেজি ২০ টাকা। সবচেয়ে চড়া দামে বিক্রি হচ্ছে টমেটো। প্রতি কেজির জন্য ক্রেতাকে গুনতে হচ্ছে ১৬০ টাকা।

বিক্রেতা মামুন আলী বলেন, এক সপ্তাহ আগেও ২৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচা মরিচ এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে। তিনদিনের টানা বৃষ্টির কারণে কাঁচা মরিচের দাম বেড়েছে।

মুদি দোকানি কবীর জানান, আলুর কেজি ৫৫ টাকা। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। দেশি পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকা, দেশি আদা ২৬০ টাকা ও রসুন ২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...