![](https://thebiz24.com/wp-content/uploads/2023/09/bazar.jpg)
![](https://thebiz24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১০ ফেব্রুয়ারি) মোট ৪০১ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন দর বৃদ্ধির ১৬৬ টি কোম্পানির মধ্যে শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১৩ টাকা ৭০ পয়সা ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৮ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১২ টাকা বা ৯ দশমিক ৯৭ শতাংশ।
সোমবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড, ইনটেক লিমিটেড, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশ পিএলসি, কাট্টালি টেক্সটাইল লিমিটেড, মেঘনা সিমেন্ট মিলস পিএলসি, আমান ফিড লিমিটেড এবং বাংলাদেশ অটোকারস লিমিটেড।