নভেম্বর ১৫, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আজ টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে সেন্ট্রাল ফার্মা লিমিটেড। এদিন শেয়ারটির দর ২ টাকা ২০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসাের জানা যায়, মঙ্গলবার কোম্পানিটি সর্বশেষ ২৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫ হাজার ৯২৭ বারে ১ কোটি ১৩ লাখ ১৯ হাজার ৯১৬টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৬ কোটি ৮৬ লাখ টাকা।

খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ২ টাকা ৮০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩১ টাকা দরে লেনদেন হয়।

স্ট্যান্ডার্ড সিরামিকস গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ১৬ টাকা ৭০ পয়সা বা ৯.৮৫ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৮৬ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আনলিমা ইয়ার্ন,সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ড, ওরিয়ন ইনফিউশন, এসকে ট্রিমস ও বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...