সেপ্টেম্বর ১৭, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ২৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন দর বৃদ্ধির শীর্ষে ছিল সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের।
আজ রোববার ( ৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আজ সেন্ট্রাল ফার্মার শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ। এদিন কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ছিলো ১২ টাকা ২০ পয়সা।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এমারেল্ড অয়েলের শেয়ারদর বেড়েছে ৭ টাকা ৬০ পয়সা বা ৬ দশমিক ৮৪ শতাংশ। আর ৮ টাকা ১০ পয়সা বা ১ দশমিক ৩৯ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এ্যাপেক্স ট্যানারি, বাটা সু, আলিফ ইন্ডাস্ট্রিজ, সি পার্ল বিচ রিসোর্ট, প্রগতি লাইফ, যমুনা অয়েল এবং ইস্টার্ন ক্যাবলস লিমিটেড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *