জানুয়ারি ২৩, ২০২৫

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৯২টির দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের।

আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৫ টাকা বা ৯.৯৮ শতাংশ শেয়ার দর বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্যাসিফিক ডেনিমসের শেয়ার দর বেড়েছে ৯০ পয়সা বা ৯.৫৭ শতাংশ।

আর ৪ টাকা ৭০ পয়সা বা ৮.৭৬ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ৮.৪৫ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ৭.৬৯ শতাংশ, ড্রাগন সোয়েটারের ৬.৮১ শতাংশ, ইউনিলিভার কনজ্যুমারের ৪.৭১ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৪.১৬ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৩.৮৪ শতাংশ এবং পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেডের ৩.৮১ শতাংশ দর বেড়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...