জানুয়ারি ১১, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৮২টি কোম্পানির মধ্যে ৩১টির দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে শমরিতা হসপিটাল লিমিটেডের।

আজ রোববার (২৬ মে) ঢাকা স্টক একেচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৪ টাকা ৪০ পয়সা বা ৬.৫৪ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লাভেলো আইসক্রিমের শেয়ার দর বেড়েছে ৫ টাকা ৪০ পয়সা বা ৬.৪৬ শতাংশ।

আর ২ টাকা ৪০ পয়সা বা ৩.৫৩ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড।

আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রূপালী লাইফ ইন্সুরেন্সের ৩.৪৪ শতাংশ, সন্ধানী লাইফ ইন্সুরেন্সের ২.৯৭ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ২.২৩ শতাংশ, নিটল ইন্সুরেন্সের ২.২৩ শতাংশ, ট্রাস্ট ব্যাংকের ২.১১ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ১.৯৮ শতাংশ এবং ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান’র ১.৮৫ শতাংশ দর বেড়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...