নভেম্বর ২৩, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর বেড়েছে। এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মিরাকল ইন্ডাস্ট্রিজস লিমিটেড।

আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ডিএসইতে মিরাকল ইন্ডাস্ট্রিজসের শেয়ারদর ২ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ৫৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারদর আজ ৯ দশমিক ৯১ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮৬ শতাংশ।

মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ড্যাফোডিল কম্পিউটার্স, ইস্টার্ন হাউজিং, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, সোনালী পেপার, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এবং মনোস্পুল পেপার।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...